১২ দিন পর কারখানা বন্ধের কথা জানালো সাফকো স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং লিমিটেডের কারখানার উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও ১২ দিন পর তা ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লোকসান কমাতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়েছে। আপাতত দুই মাসের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। দুই মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলেও নির্ধারিত সময় পর কোম্পানিটি আবার উৎপাদনে ফিরবে কি না, বিষয়টি নিশ্চিত করেনি কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসইতে দেওয়া তথ্যে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে আবারও উৎপাদন শুরুর চেষ্টা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানোর আগে ডিএসইর একটি দল ৩ ফেব্রুয়ারি সরেজমিন কারখানা বন্ধের খবর জানতে পারে। তারপর ০৯ ফেব্রুয়ারি তা প্রকাশ করে ডিএসই। ডিএসইর প্রতিনিধিদলের সরেজমিন পরিদর্শনের পাওয়া তথ্য প্রকাশের কদিন পরেই কোম্পানির পক্ষ থেকে কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ থাকলেও কোম্পানির পক্ষ থেকে সেই তথ্য গোপন রাখা হয়।

পুঁজিবাজারের ‘জেড ক্যাটারিতে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সাল থেকে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.