এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের রূপান্তরে বিএসইসির ‘না’

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর হচ্ছে না।
ফান্ডটিকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের অনুমতি চেয়ে আবেদন করেছিল সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবেদনটি নাকচ করে দিয়েছে।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিধি মোতাবেক পর্যাপ্ত ইউনিটহোল্ডারের অনুমোদন না থাকা ও ফান্ডের মেয়াদপূর্তির ১৫০দিন আগে ফান্ডের ট্রাস্টি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত না হওয়া এবং সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় ফান্ডটিকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তর করার আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আকার ৬১ কোটি ৭৮ লাখ টাকা। মেয়াদী এ ফান্ডের মেয়াদ ১০ বছর, যা একেবারে শেষের দিকে। সাধারণত মেয়াদ শেষে প্রতিটি মিউচুয়াল ফান্ডের অবসায়ন ঘটে থাকে। তবে দেশে বিদ্যমান আইন অনুসারে, শর্তসাপেক্ষে অবসায়নের পরিবর্তে মেয়াদী মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে ফান্ডের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময় আগে এর ইউনিটহোল্ডারদের নিয়ে সভা করতে হয়। দুই-তৃতীয়াংশ ইউনিটহোল্ডার ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের সম্মতি দিলে এবং ফান্ডের ট্রাস্টির সায় থাকলে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। কিন্তু আলোচিত ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের আবেদনের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি শর্ত পূরণ করতে পারেনি বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.