প্রান্তিক মেয়ে শিশুদের সহায়তায় ইবিএল- একশন এইড বাংলাদেশ পার্টনারশীপ

নারায়ণগঞ্জ, কক্সবাজার এবং লালমনিরহাটের ১০০ প্রান্তিক মেয়ে শিশুদের কল্যান, সুরক্ষা ও ক্ষমতায়নে একসঙ্গে কাজ করবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এবং একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (অঅওইঝ)। একশন এইড বাংলাদেশের ‘সাপোর্ট এ চাইল্ড’ উদ্যোগের অধীনে শিশুদের এই সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটিকে ৩০ লক্ষ টাকা প্রদান করেছে ইবিএল।

ইবিএল কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক ফারাহ কবির আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেন

ইবিএল এসকল শিশুদের সার্বিক সহায়তা প্রদান করবে যাতে তারা সমাজে মর্যাদা, আত্মবিশ্বাস এবং সুরক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। এজন্য প্রয়োজনীয় পরিবেশ ও অত্যাবশ্যকীয় উপকরণের প্রাপ্তি নিশ্চিত করা হবে।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহেমেদ শাহীন জানান, “ইবিএল যে সমাজে কার্যক্রম পরিচালনা করে, সেখানকার জনগোষ্ঠীর, বিশেষ করে সবচেয়ে অরক্ষিত অংশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একশন এইড বাংলাদেশের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা এই মেয়ে শিশুদেরকে তাদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজণীয় সুযোগ ও উপকরণ প্রদান করবো। সমাজে ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে আমাদের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে এই পার্টনারশীপের মাধ্যমে”।

একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক ফারাহ কবির এ প্রসঙ্গে বলেন, “শিশুদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং ক্ষমতায়িত জীবনের মৌলিক অধিকার রয়েছে। অতএব, প্রতিটি শিশুর এমন একটি জীবন পাওয়া উচিৎ। প্রান্তিক শিশুদের অধিকারকে সম্মান জানানো হয়, তাদের কথা শোনা হয় এবং তাদের সম্ভাবনাগুলোকে প্রতিপালন করা হয়- বেড়ে ওঠার জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যাক্ত হয়েছে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে। শিশুরা যাতে বৈষম্য ও অন্যায়মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায় এমন একটি ভবিষ্যৎ সৃষ্টিতে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই”।

একশন এইডের ‘সাপোর্ট এ চাইল্ড’ উদ্যোগের লক্ষ্য হলো ঝুঁকিতে রয়েছে এমন শিশুদের জীবনকে ইতিবাচকভাবে বদলে দেয়া, তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ, দক্ষতা ও অত্যাবশ্যকীয় সুরক্ষা নিশ্চিত করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির ইনোভেশন ও রিসোর্স মোবিলাইজেশন বিভাগ প্রধান মারুফ মোহাম্মদ শিহাব, চাইল্ড স্পন্সরশীপ ও চাইল্ড রাইটস ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, ফিলানথ্রপি ও প্রাইভেট সেক্টর পার্টনারশীপস ব্যবস্থাপক খন্দকার শামস- আল- মুজাদ্দিদ; ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন, আরএমডি বিভাগ প্রধান সাইফুল ইসলাম, বিজনেস ইনফর্মেশন সিস্টেম বিভাগ প্রধান মোঃ মাশকুর রেজা এবং কমপ্লায়েন্স বিভাগ প্রধান মোঃ শাহজাহান আলী ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.