মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ২

ময়মনসিংহে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি)  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন—নগরীর কেওয়াটখালী এলাকার আজগর আলী বাবুলের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির মোটরসাইকেলটি বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.