জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।
বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরিষাবাড়ী থেকে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ পাঁচ জন নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.