এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে আত্মসাৎ মামলা

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের মালিক আরিফুল ইসলাম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নীতি লঙ্ঘন করে ভুয়া ডকুমেন্ট তৈরি করে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাতের জন্য এই মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.