দেশের ভাসানচর উপকূলবর্তী অঞ্চলে টেকসই পরিবেশ ও এতদঞ্চলে বসবাসকারী জনগনের কল্যানার্থে যৌথভাবে কাজ করবে নৌ কল্যান ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিঃ (NKFTCL) এবং বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অধীনে বঙ্গোপসাগরের উপকূল বনায়ন এবং ভাসানচর দ্বীপে বৃক্ষরোপণে আর্থিক সহায়তা প্রদান করবে ইবিএল। এনকেএফটিসিএল ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করবে। এর ফলে, এই দ্বীপের প্রায় পঞ্চাশ হাজার অধিবাসী উপকৃত হবে, টেকসই পরিবেশ নিশ্চিত হবে এবং অধিবাসী জনগোষ্ঠীর জীবন ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার নৌ বাহিনী সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এনকেএফটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম. হাবীব উল ইসলামের হাতে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ৩৮ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে ওসমান এরশাদ ফয়েজ বলেন, “টেকসই পরিবেশ এবং জনগোষ্ঠীর জীবন যাত্রার উন্নয়নে ইস্টার্ন ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উপকূলীবর্তীর বনায়নের লক্ষ্যে এনকেএফটিসিএল এর সঙ্গে আমাদের পার্টনারশীপ এই লক্ষ্য অর্জনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট চীফ অফ নেভাল স্টাফ (পার্সোনেল) এবং এনকেএফটিসিএল পরিচালক; ইবিএল হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স জিয়াউল করিম, হেড অফ এডমিনিস্ট্রেশন মেজন (অবঃ) মোঃ আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস এবং হেড অফ বিজনেস ইনফর্মেশন সিস্টেমস মোঃ মাসকুর রেজা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.