বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময় মাঠ ছেড়েছিলেন জসপ্রিত বুমরাহ। পাঁচ সপ্তাহের বিশ্রামে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।

তবে ডানহাতি পেসারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। মোহাম্মদ শামি, আর্শদীপ সিং সুযোগ পেলেও স্কোয়াডে নেই পেসার মোহাম্মদ সিরাজ।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সাওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.