‘গাজা যুদ্ধবিরতি’ চুক্তি অনুমোদন করলে সরকার থেকে বেরিয়ে যাব: ইসরাইলি মন্ত্রী

যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা ‘গাজা যুদ্ধবিরতি’ চুক্তি অনুমোদন করে তাহলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গাভির।

ইটামার বেন গাভির হচ্ছেন ইসরাইলের চরম উগ্রপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টির প্রধান এবং তিনি নিজে চরমপন্থী নেতা হিসেবে পরিচিত। উগ্রবাদী বেন গাভির সাংবাদিকদের বলেন, তার দল সরকার থেকে বেরিয়ে গেলেও যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরকারে ফিরে আসবে।

বেন জাভিরের এই হুমকির বিরুদ্ধে যুদ্ধবাজ নেতানিয়াহুর লিকুদ পার্টি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যে কেউ ডানপন্থী সরকার ভেঙে দেবে, তাকে চির চিরন্তন অপমান হিসেবে স্মরণ করা হবে।

গত বুধবার হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আগামীকাল থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে, অন্যদিকে ইসরাইলের কারাগারে বন্দি ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। ইসরাইলের অনেকেই বলছেন, যেসব বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয়া হবে তার মধ্যে বহু প্রতিরোধ যোদ্ধা রয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুক্তির বিষয়ে বেন গাভির আপত্তি জানিয়ে আসছেন। পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.