গাজায় গত রাত থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক তখন ইসরাইল নতুন করে এ হত্যাকাণ্ড চালালো।
মঙ্গলবার রাতে গাজায় ইসরাইলি সেনাদের বোমা হামলায় এক মহিলা ও এক শিশুসহ ১৩ ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আল-নুসিরাত-এর আল-বারাকা রাস্তায় একটি বাড়িতে ইসরাইলি সেনারা বোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
গাজার কেন্দ্রস্থলে ইসরাইলের অপর এক হামলায় আরো সাত ফিলিস্তিনি শহীদ ও আরো বেশ কিছু সংখ্যক আহত হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি সূত্রগুলো গাজার কেন্দ্রস্থলে “আল-ব্রিজ” শরণার্থী শিবিরের একটি ভবনে বোমাবর্ষণের ফলে ৩ ফিলিস্তিনি শহীদ এবং গাজার দক্ষিণে খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলার ঘটনায় আরো অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার উত্তরে একটি শরণার্থী স্কুলে বোমা হামলায় এবং আল-জায়তুন ও আল-সাফতাভি এলাকার আশেপাশের ঘরবাড়িতে বোমা হামলায় সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ছাড়া, দেইর আল-বালাহ শহর এবং আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনিও শহীদ হয়েছে।
এ প্রসঙ্গে আল জাজিরা জানিয়েছে, আজ সকাল থেকে গাজায় ইসরাইলি সেনাদের অব্যাহত হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.