তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে যারাই ক্ষমতায় আসবে পরিণতি হবে আ. লীগের মতো: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে, আওয়ামী লীগের মতই পরিণতি হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায়, কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না-এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.