পিএসএল ড্রাফটে প্রথম দফায় দল পেলেন যেসব বাংলাদেশি

পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার।

এদিকে পিএসএল প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে প্রথম দেখায় তাদেরকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। ৪৪ ক্রিকেটারের প্লাটিনাম ক্যাটাগরি থেকে ডেভিড ওয়ার্নার, মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন ও ড্যারিল মিচেলের মতো ক্রিকেটাররা দল পেয়েছেন।

ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনে মতো ক্রিকেটারা। তবে তাদের কেউই এই ক্যাটাগরি থেকে দল পাননি।

সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ সময় পার করছেন নাহিদ রানা। সবশেষ পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জয়ে গতি দিয়ে পাকিস্তানের ব্যাটারদের ভড়কে দিয়েছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলেও ছন্দে আছেন ডানহাতি এই পেসার। ধারাবাহিক পারফরম্যান্সে পাকিস্তান সুপার লিগেও দল পেলেন নাহিদ রানা। বাবর আজমের পেশাওয়ার জালমিতে খেলবেন তিনি।

গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন নাহিদ রানা। তবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটারের কেউই দল পাননি।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের হয়ে এমন ইনিংস খেলার পর সিলভার ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে।

সবশেষ কয়েক বছরে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ খান। তবে আইপিএলের কারণে পাকিস্তানের এই টুর্নামেন্টে খেলা হবে না আফগানিস্তানের তারকা লেগ স্পিনারের। রশিদের অভাব পূরণে বাংলাদেশের রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর।

করাচি কিংসে আগে থেকেই আছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্ট। তাঁর ব্যাক আপ হিসেবে দলে নেয়া হয়েছে লিটন দাসকে। এমনটাই জানিয়েছেন করাচির অধিনায়ক শান মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটন দাসকে আমরা টিম সেইফার্টের ব্যাক আপ হিসেবে নিয়েছি।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.