ইরানের কাছে এমন কিছু সমরাস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত প্রকাশ্যে উন্মোচন করা হয়নি এবং শত্রুরা সেসব অস্ত্রের ব্যাপারে অন্ধকারে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি এ তথ্য জানিয়েছেন।
তিনি তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করার লক্ষ্যে দু’টি সামরিক মহড়া শুরু হওয়ার পর একথা জানান জেনারেল আশতিয়ানি।
তিনি বলেন, আমাদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা নিয়ে আমরা কখনও কথা বলিনি এবং শত্রুর কাছেও এ ব্যাপারে কোনো তথ্য নেই। চলমান মহড়ায় এরকম কিছু অস্ত্রেরও পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করার সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে সামরিক মহড়া করে যাচ্ছে। জেনারেল আশতিয়ানি বলেন, ইরান যেমন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে তেমনি শত্রুরাও ইরানের সামরিক মহড়াসহ আঞ্চলিক পরিস্থিতির ওপর চোখ রাখছে।
জেনারেল মোহাম্মাদ রেজা বলেন, আমরা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করতে চাই। সামরিক মহড়ার মাধ্যমে এ ব্যাপারে আমরা নিজেদের প্রস্তুতি প্রদর্শন করছি।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে থাকা ইরানের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের দু’টি বিশাল এলাকায় ইরানের সশস্ত্র বাহিনী দু’টি নতুন সামরিক মহড়া শুরু করার একই দিন জেনারেল আশতিয়ানি এসব কথা জানালেন। ইরানের দু’টি পরমাণু স্থাপনা ফোরদো ও খোনদাব এই দুই এলাকায় অবস্থিত। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.