ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার এই বিক্ষোভ মিছিল হয়।
এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘নাৎসি অশভিৎজ ডেথ ক্যাম্প’ মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে না।
এই ঘোষণার প্রতিবাদে শত শত মানুষ রাজধানী ওয়ারশর প্রেসিডেন্সিয়াল চ্যান্সেলারি বিল্ডিংয়ের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ছিল। ইসরাইলের আগ্রাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নানা রকমের স্লোগান দেয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানায় এবং গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যাকে সমর্থন করার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দুদাকে অভিযুক্ত করে।
গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করার দায়ে গত নভেম্বর মাসে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.