দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিদেশিদের ব্যাপক সহয়তা পাচ্ছি। এক্ষেত্রে টাকা পাচারকারীদের বিদেশে থাকা সম্পদের তথ্য দিয়ে প্রবাসীরা সহায়তা করতে পারেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশের মতো দিনে-দুপুরে বিশ্বের আর কোথাও চুরি হয়নি। তবে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিদেশিদের সহয়তা পাচ্ছি। প্রবাসীরা যদি পাচারকারীদের সম্পদের তথ্য দিয়ে সহায়তা করে তাহলে অনুসন্ধানে সুবিধা হবে।
তিনি বলেন, রেমিট্যান্স ও রফতানি আয় বেড়েছে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে ৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এখানে প্রবাসীদের অনেক বড় অবদান রয়েছে। একই সময়ে রপ্তানি আয় বেড়েছে আড়াই বিলিয়ন ডলার।
গভর্নর আরও বলেন, বর্তমান সময়ে টাকা পাচার কমে গেছে। আগে দুবাই থেকেই ডলার পাচার হয়ে যেতো। প্রতিষ্ঠানগুলোতে গুড-গভর্নেন্স ফিরে এসেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.