দলীয় ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও গুমের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছে দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।
পরে অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারে জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছি।
তিনি জানান, বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীদের গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন- তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সই করা ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.