বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে করা হয়েছে সদস্য সচিব।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির ২১ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। সভায় সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতিত্ব করেন।
অর্থনীতি সমিতি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির ২১তম সভা অনুষ্ঠিত হয়।




মন্তব্যসমূহ বন্ধ করা হয়.