নগদ লভ্যাংশ পাঠিয়েছে মতিন স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।

এছাড়াও, ফোলিও শেয়ারহোল্ডার, এনআরবি শেয়ারহোল্ডার এবং মার্জিন ঋন শ্রেনীভুক্ত বিও হিসাবের ক্ষেত্রে তাদের ডিপিগণ এবং সিডিবিএল সিস্টেমে যাঁদের পূর্ণাঙ্গ ব্যাংক তথ্য নাই অথবা অপর্যাপ্ত তথ্যের জন্য লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরন করা সম্ভব হয় নাই, সে সমস্ত শেয়ারহোল্ডারগনকে ডিভিডেন্ট ওয়ারেন্ট স্বশরীরে নেয়ার জন্য নিজে অথবা মনোনিত প্রাপ্ত ব্যক্তিকে মনোনয়ন পত্রসহ কোম্পানীর করপোরেট অফিস থেকে ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.