বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে ভর্তি রয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.