সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবলায়ে আগুনের খবরে সেখানে ভিড় করেছেন উৎসুক জনতা। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, প্রায় ৬ ঘন্টা আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পরও পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের নিরাপত্তা বাড়ানো হয়। আর মাত্র দেড় ঘণ্টার মধ্যে দিনের কার্যক্রম শুরু হবে—এ কারণে ভোর থেকেই সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিজিবির সদস্যরা মোতায়েন হয়েছেন। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, “সচিবালয়ের আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তার জন্য দুটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.