ইউক্রেনে ১০০ উত্তর কোরীয় সেনা নিহত: সিউল

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইরত অন্তত ১০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)-এর ব্রিফিং শেষে সংসদ সদস্য লি সুং-কোয়ান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লি জানান, নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া আরও ১ হাজার সেনা আহত হয়েছেন। অপরিচিত যুদ্ধক্ষেত্র ও ড্রোন যুদ্ধ সম্পর্কে অজ্ঞতার কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

গত অক্টোবরেই জানা যায়, উত্তর কোরিয়া রাশিয়ার সমর্থনে ১০ হাজার সেনা পাঠিয়েছে। এর মধ্যে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় এই সপ্তাহের শুরুর দিকে।

সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক মুখপাত্র উত্তর কোরীয় সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও সংখ্যা জানাননি। পরের দিন একজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেন, কয়েকশ’ সেনা নিহত বা আহত হয়েছেন।

বিবিসি অবশ্য এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

খবরে জানা গেছে, উত্তর কোরীয় সেনারা প্রথম কয়েক সপ্তাহ রাশিয়ায় প্রশিক্ষণ এবং সহায়ক ভূমিকায় কাটায়। তবে গত আগস্টে ইউক্রেনের আকস্মিক অভিযানকালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তারা যুদ্ধক্ষেত্রে নামেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার আক্রমণে উত্তর কোরীয় সেনাদের উল্লেখযোগ্য সংখ্যায় ব্যবহার করা হচ্ছে। তবে তারা ইউক্রেনের অভ্যন্তরে মোতায়েন হয়েছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

লি সুং-কোয়ান আরও জানান, উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েন বাড়ানোর প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। এমনকি দেশটির নেতা কিম জং-উন নিজে তাদের প্রশিক্ষণ তত্ত্বাবধান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এনআইএস-এর তথ্য অনুযায়ী, অপরিচিত যুদ্ধক্ষেত্র ও ড্রোন প্রতিরক্ষার অভাবই তাদের মৃত্যুহারের জন্য দায়ী।

তিনি আরও বলেন, রুশ সেনাবাহিনীর মধ্যে অভিযোগ উঠেছে যে ড্রোন সম্পর্কে অজ্ঞতার কারণে উত্তর কোরীয় সেনারা তাদের জন্য সুবিধার চেয়ে বেশি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়া বা উত্তর কোরিয়া কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, মস্কোর সঙ্গে তাদের জোট যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অপকৌশল রোধ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.