পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় সিরডাপের সদস্য রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, সক্ষমতা শক্তিশালীকরণ এবং প্রতি বছর ৬ জুলাই বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপনের বিষয়ে আলোচনা হয়।
সিরডাপের মহাপরিচালক সদস্য রাষ্ট্রগুলোতে গ্রামীণ উন্নয়নে সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন। পররাষ্ট্র সচিব গ্রামীণ ও অ-পল্লী উন্নয়ন কর্মকাণ্ডকে সংযুক্ত করার ওপর জোর দেন। তিনি মহাপরিচালককে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.