ট্রাম্প বরখাস্তের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই প্রধানের

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে’কে বরখাস্তের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় রে জানান, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এরই মধ্যে এফবিআই পরিচালক হিসেবে তার পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল ‘নাটকীয়ভাবে’ এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার কথা বলেছেন।

২০১৭ সালে ১০ বছরের জন্য রে’কে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্পই। তখন ট্রাম্পের পছন্দের লোক ছিলেন রে। কিন্তু ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে এফবিআই। আর সেটার নেতৃত্ব দেন রে। তখন থেকেই রেকে অপছন্দের তালিকায় রাখেন ট্রাম্প। এমনকি রে’র সমালোচনাও করেন ট্রাম্প ও রিপাবলিকানরা।

এফবিআইয়ের সভায় রে বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করব এবং তারপর পদত্যাগ করব।

তিনি আরও বলেন, এটি ব্যুরোকে আরও বিতর্কে জড়ানোর ঝুঁকি কমানোর এবং আমাদের কাজের মূল নীতিগুলোর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সেরা উপায়।

বক্তব্য শেষ করার পর সভায় উপস্থিত সবাই দাঁড়িয়ে হাততালি দেন। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে এপিকে এক কর্মকর্তা জানান, এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত করতে গিয়ে ট্রাম্পের রোষানলে পড়েছিলেন রে’র পূর্বসূরি জেমস কোমি। তাকে বরখাস্ত করে রে’কে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। সেই সময় ট্রাম্প বলেছিলেন, রে অপরিসীম যোগ্যতার অধিকারী।

রে-এর পদত্যাগকে ‘আমেরিকার জন্য একটি মহান সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমরা এখন সব আমেরিকানের জন্য আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করব।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.