সিরিয়াজুড়ে একাধিক বিমান হামলা ইসরায়েলের

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের সুযোগ দেশটির ওপর বিমান হামলান শুরু করেছে ইসরাইল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা চালায় তেল আবিব।

এই দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ সোমবার বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়া জুড়ে ভারী কৌশলগত অস্ত্র ধ্বংস করবে, যার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, আগামী কয়েকদিন ধরে এই বিমান হামলা চলতে থাকবে। তিনি সোমবার জেরুজালেম আল-কুদসে আরো বলেন, সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট যাতে উগ্রবাদীদের হাতে পড়তে না পারে সেজন্য আমরা এই হামলা চালিয়ে যাবো।

ইসরাইল সোমবার সিরিয়ার দেরা প্রদেশের আজরা শহরের কাছে কয়েকটি অস্ত্রসস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বোমাবর্ষণ করে। দারা শহরেরও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় দখলদার সেনারা।

সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযানের মুখে শনিবার রাতে বাশার আল-আসাদ সরকারের পতনের পর রোববারই গোলান মালভূমি দিয়ে সিরিয়ায় অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনী। তারা ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার কুনেইত্রা শহরে প্রবেশ করে।

ইসরায়েলি বাহিনী বর্তমানে গোলান সীমান্ত থেকে সিরীয় ভূখণ্ডের পাঁচ কিলোমিটার ভেতরে খান আরনাবেহ শহরে অবস্থান করছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.