দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ডিসেম্বর) মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৭৯ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার দিন শেষে প্রাইম এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৬১ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এম এফ ওয়ান স্কিম ওয়ান, ভ্যানগ্রাড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.