হংকং: জাতীয় সুরক্ষা আইনে ৪৫ গণতন্ত্রকামীর জেল

গণতন্ত্রকামীদের আন্দোলন বন্ধের জন্য হংকং-এ জাতীয় সুরক্ষা আইন চালু করে চীন। সেই আইনেই ৪৫ জনকে সাজা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার হংকং-এর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। জাতীয় সুরক্ষা আইন ভাঙার অপরাধে তাদের এই সাজা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে হংকং-এ চালু করা এই জাতীয় সুরক্ষা আইনের তীব্র সমালোচনা হয়েছিল।

আইন বিশেষজ্ঞ বেনি তাই-কে সবচেয়ে বেশিদিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। কারণ, তিনিই এই আন্দোলনের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।

নতুন আইন চালু করে গণতন্ত্রকামীদের আন্দোলন গুঁড়িয়ে দেয়ার পর এটাই হংকং-এর সবচেয়ে বড় জাতীয় সুরক্ষা মামলা ছিল।

গণতন্ত্রকামীদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা আন্দোলন করে হংকং সরকার ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেয়ার চেষ্টা করেছিল। সরকার নিযুক্ত বিচারপতিদের সামনে কিছু আন্দোলনকারী দোষ স্বীকার করে নেন, কিছু আন্দোলনকারীকে দোষী বলে সাব্যস্ত করে আদালত। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.