মাইডাস ফাইন্যান্সের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ নভেম্বর) কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল করিম এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজেস্ব ভবন ”মাইডাস সেন্টার” এ অবস্থিত মাইডাস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর পরিচালক গোলাম রহমান এবং নাজনীন সুলতানা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানী সচিব তানভির হাসান, এফসিএ সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত সভায় ডিএসই ও সিএসই এর সম্বানিত প্রতিনিধিসহ একজন স্কুটিনাইজার উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের পরিচালক বৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং প্রস্তাবসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.