ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি ‘র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) নতুন আঙ্গিকে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত ০৯ নভেম্বর কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ www.icbamcl.gov.bd অ্যাড্রেসের ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন ।
সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, কোম্পানির পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালকরা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.