ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর থেকে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। অবশেষে প্রায় ৮ মাস পর আবারও ওয়ানডে খেলতে নামছেন নাজমুল হোসেন শান্তরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। এদিকে আফগানিস্তানের হয়ে অভিষেক হয়েছে সবশেষ ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো সেদিকউল্লাহ অটলের।
বাংলাদেশ একাদশ- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে…
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.