বাংলাদেশে আইকনিক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের জন্য প্রি-বুকিং দেওয়া শুরু হয়েছে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে। শোরুমে সরাসরি প্রি-বুকিং দিতে গতকাল রাত ৩টা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন আবার অনলাইনেও প্রি-বুকিং দিয়েছেন অনেকে। কিন্তু অনেক গ্রাহক টাকা পরিশোধ করেননি। ফলে তাদের প্রি-বুকিং বাতিল হয়ে যেতে পারে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ফেসবুক পেইজে এসব কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রি-বুকিংয়ের টাকা পরিশোধ করা না হয় তবে প্রি-বুকিং বাতিল হয়ে যেতে পারে। নিরাপদ রাইডের জন্য আপনার পেমেন্টটি সঠিক সময়ে করুন।
এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমের ভেতর রয়েছেন শতাধিক ক্রেতা। বাইরে মানুষের লাইন রয়েছে ১০০ মিটার দূরে টিভিএস মোটরসাইকেলের শোরুম পর্যন্ত। সবার অপেক্ষা অতি কাঙ্ক্ষিত মোটরসাইকেল দেখা ও প্রি-বুকিং দেওয়া। শোরুমের ভেতরেও প্রি-বুকিং নিতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
শোরুমের বাইরে ক্রেতা ছাড়াও সাধারণ মানুষদের একদণ্ড দাঁড়িয়ে শোরুমের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। কেউ ছবি বা সেলফিও তুলছেন।
এখন পর্যন্ত কতটি মোটরসাইকলে প্রি-বুকিং নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেডের কর্মকর্তারা।
তাদের একজন গণমাধ্যমে জানিয়েছেন, অনেকে অনলাইনে প্রি-বুকিং দিয়েছেন আবার যারা নগদ টাকায় প্রি-বুকিং দিতে চান তারা এখানে এসেছেন। ফলে এখন আমরা সবাই ব্যস্ত সময় কাটাচ্ছি। এখনই এই হিসাবটা বলা যাচ্ছে না। প্রি-বুকিং মানি ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
এর আগে গতকাল ২১ অক্টোবর এই শোরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের বাজারে প্রথমবারের মতো রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারের জন্য ৩৫০ সিসির চারটি মডেলের মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। এগুলো হচ্ছে— হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিয়র।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.