তুমি আমার রাজা নও, ব্রিটিশ রাজাকে অস্ট্রেলিয়ার এমপি

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ব্রিটিশ রাজাকে দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন দেশটির আদিবাসী এমপি লিডিয়া থর্প। তিনি রাজাকে উদ্দেশ করে বলেন, তুমি আমার রাজা নও।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনেটর লিডিয়া থর্প দ্রুত গতিতে এবং প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় ডায়াসের দিকে ছুটে যান এবং চিৎকার করে বলেন, “তুমি আমার রাজা নও। এটি তোমার দেশ নয়।”

থর্প ব্রিটেনকে অস্ট্রেলিয়ার আদিবাসীদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালানোর দায়ে অভিযুক্ত করেন। তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছ থেকে দখল করে নেয়া ভূমি ও সম্পদ মূল মালিকদের কাছে ফেরত দেয়ার দাবি জানান।

অস্ট্রেলিয়ার এই এমপি তার দেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চালানো অপরাধযজ্ঞের কারণে ব্রিটিশ রাজাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় এক মিনিট পর থর্পকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেয়।

সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে ব্রিটিশ রাজত্ব থেকে মুক্ত হওয়ার দাবি জোরালো হয়েছে। দেশটির জনগণ অস্ট্রেলিয়াকে একটি স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণার দাবি জানাচ্ছেন।

অস্ট্রেলিয়া বর্তমানে ব্রিটিশ কমনওয়েলথের অন্যতম সদস্য এবং এই দেশের রাজতন্ত্রের অধীন। যদিও অস্ট্রেলিয়ার জনগণের একটি বড় অংশ দেশটিতে রাজনৈতিক স্বাধীনতা এবং একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.