বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্টার অব দ্যা থার্ড কোয়ার্টার ২০২৪ (Star of The 3nd Quarter-2024) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে ইতালির রাজধানীর রোম থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।
উক্ত অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের চিঠি হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠানে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।
এছাড়াও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান ও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪, মাসের সর্বোচ্চ নবায়ন প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলো:মো. হজরত আলী (এসইভিপি), সাতক্ষীরা; মো. রেজাউল করিম (এসইভিপি), বগুড়া; মো. কাউসার আলী (এসইভিপি), রংপুর; মো. সাহাবুদ্দিন মনির (এসইভিপি), খুলনা
মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা; মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ; তাসলিমা আকতার হেপি (এসইভিপি), মিরপুর; মো. মাহবুবুর রহমান (ইভিপি), ময়মনসিংহ
মো. দিদারুল ইসলাম (ইভিপি), খুলনা; মো. রেজাউল করিম (ইভিপি), শেরপুর; আব্দুর রহমান শিহাব (ইভিপি), মিরপুর; মো. ইয়াকুব আলী (ইভিপি), দিনাজপুর; মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা; মো. রকিবুল ইসলাম (এসভিপি), সিরাজগঞ্জ; ইসরাত জাহান রোজি (এসভিপি), মিরপুর; মো. মনিরুজ্জামান (এসভিপি), দিনাজপুর
মো. আব্দুল বাছেদ (এসভিপি), মিরপুর; বিনয় ভূষণ শীল (এসভিপি), নোয়াখালী; মো. নাঈম ফেরদৌস (এসভিপি), দিনাজপুর।
স্টার অব দ্যা থার্ড কোয়ার্টার ২০২৪ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তারা হলো- ১ম স্থান অর্জন করেছেন মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; ২য় এইচ.এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; ৩য় শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; ১ম স্থান অর্জন করেছেন তাসলিমা আকতার হেপি (এসইভিপি), মিরপুর; ২য় মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ; ৩য় মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা; ১ম স্থান অর্জন করেছেন ইব্রহীম যুবায়ের (ইভিপি), চট্রগ্রাম; ২য় মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা; ৩য় রুবিনা মাহমুদ (ইভিপি), মিরপুর; ১ম স্থান অর্জন করেছেন হাফেজ আরিফুল ইসলাম অপু (এসভিপি), চট্রগ্রাম; ২য় জুয়েল আলী (এসভিপি), মিরপুর; ৩য় মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ; ১ম স্থান অর্জন করেছেন জিল্লুর রহমান (ডিজিএম), মিরপুর, ঢাকা; ২য় আনিছুল ইসলাম (ডিজিএম), চট্রগ্রাম; ৩য় কামাল মজুমদার (ডিজিএম), ময়মনসিংহ; ১ম স্থান অর্জন করেছেন মো. সাব্বির হোসেন (বিএম), মিরপুর; ২য় মো. সাজিদ হাসান (বিএম), ময়মনসিংহ; ৩য় মহিয়ান জামিল মুমু (বিএম), মিরপুর; ১ম স্থান অর্জন করেছেন মো. শরিফুল ইসলাম (ইউএম), ময়মনসিংহ; ২য় মাফরুহা খান শষী (ইউএম), মিরপুর; ৩য় মো. ফজলে এলাহী (ইউএম), ময়মনসিংহ; ১ম স্থান অর্জন করেছেন তাসলিমা মাহমুদ (এফএ), মিরপুর; ২য় মো. মিনহাজুল হক তুহিন (এফএ), ময়মনসিংহ; ৩য় হুসনা মজুমদার (এফএ), ময়মনসিংহ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.