জম্মু ও কাশ্মীরে হামলা, নিহত ৭

ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন।

রবিবার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা। খবর এনডিটিভি।

হামলার পর এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এটিকে ‘অস্থানীয় শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

আবদুল্লাহ বলেন, ‘এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে’। এই ঘৃণ্য কাজের পিছনে যারা তাদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, ‘নিরীহ শ্রমিকরা’ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.