বিএসইসি ভবনে সাংবাদিকদের প্রবেশে প্রতি ফ্লোরের জন্য যে আলাদা পাঞ্চ কার্ড সিস্টেম ছিল তা তুলে নিয়ে একটি মাস্টার কার্ড সিস্টেম চালু করা হচ্ছে।
রবিবার (২০ অক্টোবর) বিএসইসির মুখপাত্র রেজাউল করিম অর্থসূচকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সাংবাদিকদের বিএসইসিতে প্রবেশে কোন ধরনের প্রতিবন্ধকতা না থাকলেও প্রতিটি ফ্লোরের জন্য আলাদা-আলাদা প্রবেশ কার্ড বানায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। ফলে বাঁধার মুখে পরে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহ প্রক্রিয়া। এক ফ্লোর থেকে তথ্য সংগ্রহের পর অন্য ফ্লোরে যেতে ভোগান্তিতে পরতে হয় সংবাদ কর্মীদের।
শিবলী রুবাইয়াত কমিশন নিজেদের কারসাজী এবং দুর্নীতি আড়াল করতেই নিরাপত্তার দোহাই দিয়ে এমন ব্যবস্থা গ্রহণ করেছিল। কমিশনে সাংবাদিকদের প্রতিবাদ এবং সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কয়েক দফা এর প্রতিকারের দাবি জানানো হলেও তা কানে নেয়নি শিবলী কমিশন।
০৫ আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি অধ্যাপক শিবলী রুবাইয়াত। একে একে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াতের নেতৃত্বাধীন কমিশনের কমিশনাররাও। বিএসইসির নেতৃত্বে আসে নতুন কমিশন।
বর্তমানে বিএসইসি ভবনের প্রতি ফ্লোরের জন্য যে আলাদা পাঞ্চ কার্ড সিস্টেম ছিল তা তুলে নিয়ে সংবাদকর্মীদের জন্য একটি মাস্টার কার্ড তৈরির বিষয়টি কমিশনের এডমিন বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.