ইউক্রেইনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: সিউল

ইউক্রেইন বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ার জন্য সেনা পাঠাতে শুরু করেছে উত্তর কোরিয়া বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। বিষয়টিকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ বলে সতর্ক করেছে সিউল। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেন, “আমার বিশ্বাস ১০ হাজারেও বেশি উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছে।”

শনিবার (১৯ অক্টোবর) লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, ১,৫০০ সেনা এরই মধ্যে রাশিয়ায় পৌঁছেছে। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদেরকে রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্তকে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর কোরিয়ার আরও সেনা শিগগিরই রাশিয়ায় পাঠানো হবে। এই সেনা সংখ্যা শেষ পর্যন্ত মোট ১২ হাজারের কাছাকাছি দাঁড়াতে পারে।

এনআইএস আরও জানায়, রাশিয়ায় পাঠানো উত্তর কোরীয় সেনাদেরকে রুশ সেনাবাহিনীর সেনাদের ইউনিফর্ম ও অস্ত্র দেওয়া হয়েছে এবং পরিচিতি পত্রও করে দেওয়া হয়েছে। বর্তমানে তাদেরকে রাখা হয়েছে রাশিয়ার ভ্লাদিভোস্তক, উসুরিয়াক, খাবারোভোস্ক এবং ব্লাগোচেনস্ক এর সামরিক ঘাঁটিতে। প্রশিক্ষণ শেষ হয়ে গেলেই এই সেনাদেরকে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।

উত্তর কোরিয়া ইউক্রেইন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে বলে পশ্চিমা দেশগুলো অনেক দিন থেকেই দাবি করে আসছে। এমন দাবির মধ্যেই এবার মস্কোর পক্ষে পিয়ংইয়ংয়ের সেনা পাঠানোর দাবি করছে পূর্ব এশিয়ার পশ্চিমাদের মিত্র শিউল।

ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর গত কয়েকমাসে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে সহযোগিতা অনেক বেশি বাড়িয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিছেন। পুতিন পিয়ংইয়ংয়ের ‘সবচেয়ে ঘনিষ্ঠ সহচর’ বলে সম্বোধন করেন কিম।

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর সামনে আসার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল শুক্রবার নিরাপত্তার বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। পশ্চিমা মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘হাতে থাকা সবরকম পন্থায়’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.