ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মিডিয়া কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই বলেন, ‘ঢাকা থেকে ঝিনাইদাহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এর দুর্ঘটনা ঘটে।’
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। নিহত পাঁচজনের বয়স ১৮ বছরের বেশি। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.