‘কারাকারি কইরেন না, ভাগাভাগি করে খান’

ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর এমন নিউজ পড়ে বিভিন্ন মতামত দিচ্ছেন পাঠকরা।

রাজিবুল ইসলাম নামের একজন পাঠক অর্থসূচকের ফেসবুক পেজে লিখেছেন, ‘কারাকারি কইরেন না, ভাগাভাগি করে খান।’

এর আগে শনিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় শামসুজ্জামান দুদু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তারেক রহমান। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছেন।

দুদু বলেন, বর্তমান সরকারের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করি না, ছোট্ট একটি প্রত্যাশা আছে। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে না। ড. মুহাম্মদ ইউনূস জ্ঞান গরিমা এবং কর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি। তিনি নির্বাচন কবে হবে এই কথাটা যতদিন জাতিকে জানাতে না পারবেন, ততদিন নানা বিতর্ক তৈরি হবে। এই বিতর্ক সৃষ্টিতে সরকারের ভূমিকা থাক- এটা আমরা প্রত্যাশা এবং পছন্দ করি না।

বিএনপির এই নেতা আরও বলেন, এক মাসে কিছু হয় না। একটা সন্তান জন্ম দিতেও ৯ মাস লাগে। এক মাসে যদি কোনও সন্তান আনতে হয়, সেটা মৃত সন্তান হয়। ১৬টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে। ১৬টি বছর এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক গুম ও নিখোঁজ হয়েছে। ১৬টি বছর জেল খেটেছে। এক মাসের আন্দোলনের কথা সব বিবেচনায় যদি এনে থাকেন, সেটা ঠিক নয়। এজন্য যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান: দুদু- এমন শিরোনামে নিউজ করেছে অর্থসূচক। নিউজটি শেয়ার করা হয় অর্থসূচকের নিজস্ব ফেসবুক পেজে। পেজের কমেন্টস বক্সে বিভিন্ন মতমত দিচ্ছেন পাঠকরা।

পাঠকদের মতামত নিচে তুলে ধরা হলো-

জহুরুল ইসলাম নামের এক পাঠক লিখেছেন, ‘১৫ বছর দেখেছি।’

রফি উদ্দিন লিখেছেন, ‘ঈদের পরের মাস্টারমাইন্ড।’

রাসেল সরকার লিখেছেন, ‘প্রমাণ কি।’

আব্দুল বাকি চৌধুরী লিখেন, ‘ মন্ত্রী হওয়ার আশায়।’

এভাবে কয়েক শ পাঠক তাদের বিভিন্ন মতামত তুলে ধরেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.