হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ১২ সেনা নিহত

নতুন করে দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে অন্তত ১২ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সেনা সমাবেশ ও কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলের বর্বর বাহিনী স্বীকার করেছে যে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে তাদের এক ডজনের বেশি সেনা নিহত হয়েছে।

হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি সেনাসমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালায়। প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলের গভীর অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। ইসরাইলের ওপর তাদের এই হামলা প্রতিদিন বাড়ছে বলে হিজবুল্লাহ জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, যোদ্ধারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং কমান্ড সেন্টারের সাথে পূর্ণাঙ্গ ও সময়মতো যোগাযোগের মাধ্যমে তাদের সমস্ত অভিযান পরিচালনা করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের বেশ কয়েকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।

তারা জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করলেও বাস্তবতা হচ্ছে, তারা এখনো লেবাননের ভেতরে ঢুকতে পারেনি এবং তাদের ট্যাংক কিংবা অন্য সামরিক যান লেবাননের ভেতরে দেখাতে পারেনি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.