ইসরায়েলি হামলায় গাজার মসজিদে নিহত ২১

ইসরায়েলি বাহিনী এবার গাজার একটি মসজিদে বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অনেকেই। হতাহতের সংক্যা বাড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতো হামাস। যদিও এ দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে নির্ভুল আক্রমণ চালিয়েছে তারা। সাহদা আল-আকসা মসজিদটিকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল।

ইসরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল । গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এর জেরে গাজায় এখনও ইসরায়েলি অভিযান চলছে। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯৬ হাজার ৯১০ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.