কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে ভারপ্রাপ্ত সিইও মোশাররফ হোসাইন

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে কোম্পানিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোশাররফ হোসাইন। তিনি চলতি দায়িত্বে এ পদে দায়িত্ব পালন করবেন।

গতকাল ১ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.