সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয় কেন্দ্রে আগুনের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- এনামুল (৪৫) পলি আক্তার (৩৯), পলাশ মিয়া (১৫), ফাতেমা আক্তার (০৭) ফরহাদ (১৩) এবং উমর ফারুক (০৫)।
জানা যায়, ওই আশ্রয়কেন্দ্রে ৩৪ ঘর ছিল। এরমধ্যে একটি ঘরে একই পরিবারের ছয়জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।
জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন লাগার পরে এলাকাবাসী আগুন নিভিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। ঘরটি ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ঘরের ভেতরে দরজায় তালা মেরে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.