বাংলাদেশকে হতাশ করে ১০ ওভারে ভারতের একশ

হাসান মাহমুদের ইনিংসের করা তৃতীয় বলে চার মেরে ভারতের রানের খাতা খুলেছিলেন যশস্বী জয়সাওয়াল। একই ওভারে বাঁহাতি ব্যাটার মেরেছেন আরও দুই চার। সবমিলিয়ে প্রথম ওভারে এসেছে ১২ রান। দ্বিতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদের বিপক্ষে বেশ মারমুখী ছিলেন রোহিত শর্মা।প্রথম দুই বলে মেরেছেন দুই ছক্কা, ওভারের শেষ বলে জয়সাওয়াল মেরেছেন এক চার। নিজের করা প্রথম ওভারে খালেদ দিয়েছেন ১৭ রান। তৃতীয় ওভারে হাসানের বিপক্ষে দুই ছক্কা ও দুই চারে ২২ রান নিয়েছেন ভারতের দুই ওপেনার। তাতে মাত্র ৩ ওভারে পঞ্চাশ রানের জুটি গড়ে তারা দুজন। টেস্ট ক্রিকেটে এটিই দ্রুততম দলীয় পঞ্চাশের বিশ্ব রেকর্ড।

হাসান মাহমুদ ও খালেদ আহেমেদের বিপক্ষে নিজেদের রুদ্রমুর্তি দেখিয়েছেন জয়সাওয়াল ও রোহিত। এমন অবস্থায় ইনিংসের চতুর্থ ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডানহাতি অফ স্পিনারের চতুর্থ বলটি আঘাত হানে রোহিতের প্যাডে। বাংলাদেশের ফিল্ডাররা আবেদন করতেই আঙুল তুলে আউট দেন আম্পায়ার। তৎক্ষণাৎ রিভিউ নিয়ে বেঁচে যান ভারতের অধিনায়ক। টিভি রিপ্লেতে নট আউট দেখানোর পর আম্পায়ারের উপর খানিকটা রাগ ঝেড়েছেন তিনি। জীবন পেয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত। পরের বলে মিরাজের নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২৩ রান করা এই ব্যাটার।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রেখেছেন যশস্বী জয়সাওয়াল। নিজের প্রথম ১৩ বলে ৩০ রান করলেও রোহিত শর্মা ফেরায় খানিকটা দেখেশুনে খেলতে থাকেন তিনি। হাফ সেঞ্চুরি পেতে জয়সাওয়ালকে খেলতে হয়েছে ৩১ বল। ভারতের হয়ে টেস্টে দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় পান্ত, কপিল দেব এবং শার্দুল ঠাকুরের পেছনে আছেন তিনি।

চার-ছক্কার বৃষ্টিতে বিশ্ব রেকর্ড গড়ে মাত্র ৩ ওভারে ৫০ রান তোলে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন জয়সাওয়াল ও রোহিত। ভারতের অধিনায়ক ফিরলেও অন্যপ্রান্তে দ্রুত রান তুলে যাচ্ছেন জয়সাওয়াল। তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। তরুণ বাঁহাতি ওপেনারকে সঙ্গ দিচ্ছেন শুভমান গিল। বাংলাদেশকে হতাশ করে ১০.১ ওভারে একশ রান করেছে ভারত। ওভারের বিবেচনায় এটিই সবচেয়ে দ্রুততম দলীয় একশ রান। এর আগে ১২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশ করেছিল ভারত।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন যশস্বী জয়সাওয়াল। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া বাঁহাতি ওপেনারকে অবশেষে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৭২ রানের ইনিংস খেলা জয়সাওয়াল। চারে নিয়মিত বিরাট কোহলি ব্যাটিং করলেও এদিন পাঠানো হয়েছে পান্তকে। আরেক ব্যাটার গিলকে সঙ্গ দিচ্ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.