দায়িত্ব গ্রহণ করলেন ইউসিবির নতুন এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ মামদুদুর রশীদ দায়িত্ব গ্রহণ করেছেন

আজ (৩০ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয়ে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় ইউসিবি পিএলসির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফারিদুল ইসলাম তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাহমত পাশাসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে মোহাম্মদ মামদুদুর রশীদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউসিবি পিএলসি আরও উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে সকলেই দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.