বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব: নাসরাল্লাহকে হত্যার প্রসঙ্গে মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লেবাননের হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হিটলারের সমতুল্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তাকে হত্যার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকার জন্য ‘কাপুরুষ’ বিশ্ব নেতাদেরও নিন্দা জানান তিনি।

শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি আগ্রাসী বাহিনীর ভয়াবহ বিমান হামলায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ আরো কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

ভেনিজুয়েলার নেতা গাজা এবং লেবাননের জনগণের সাথে তার জাতির সংহতি প্রকাশ করে তিনি তার ভাষায় বলেন, এসব এলাকার জনগণ ইসরাইলি শাসক গোষ্ঠীর “গণহত্যা” এবং “সন্ত্রাসী হামলার” শিকার এবং এই সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেয়।

মাদুরো দেশটির লা গুয়েরাতে ফিলিস্তিনপন্থী সমাবেশে বলেন, বিপ্লবের ঐতিহাসিক ব্লকের পক্ষ থেকে আমি প্রতিরোধের নেতা সাইয়্যেদ নাসরাল্লাহকে হত্যার ঘোষণার পর লেবাননের জনগণের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষরা নীরব, কিন্তু কেউ বিদ্রোহী এবং বিপ্লবী জনগণকে নীরব করতে পারবে না।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মুসলিম, আরব এবং বিশ্বের অন্যান্য জনগণকে ইসরাইলি শাসক গোষ্ঠীর পাশবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং লেবানন এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের আহ্বান জানান।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতি উল্লেখ করে মাদুরো বলেন, এই হামলার আদেশ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছিল। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.