২৭ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের খবর আগেই ফাঁস হয়েছিল!

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানিকে ক্যাটাগরি পরিবর্তন করে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

বুধবার বাজারে লেনদেন শেষ হওয়ার পর ডিএসইর পক্ষ থেকে ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত এ নির্দেশনা জারি করা হয়। কিন্তু বিষয়টি লেনদেন চলাকালেই ফাঁস হয়ে যায় বলে সন্দেহ করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিগুলোর শেয়ারের মূল্য পরিবর্তনের ধারা বিশ্লেষণ করে তারা এমন ধারণায় পৌঁছেছেন। কারণ আজ বাজারে আলোচিত ২৭ কোম্পানির মধ্যে ২৬টির শেয়ারের মূল্য কমেছে। শুধু তা-ই নয়, দিনের শুরুতে বাজারে সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন চললেও এক পর্যায়ে তা পুরো ইউটার্ন করে। বেশকিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে-এমন খবরের প্রভাবেই বাজারের চিত্র এমনভাবে বদলে যায়।

জানা গেছে, সিকিউরিটিজ আইনের বেশ কিছু শর্ত লঙ্ঘন করা বা পরিপালনে ব্যর্থতায় ২৭ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ফিনিক্স ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল টিউবস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন, এটলাস বাংলাদেশ, বে লিজিং, লিবরা ইনফিউশন, লুব-রেফ বিডি, এসকে ট্রিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেডস ডাইং, এনার্জিপ্যাক, ফরচুন সুজ, প্যাসিফিক ড্যানিমস, খুলনা পাওয়ার, এডভেন্ট ফার্মা, ফার কেমিক্যাল, দেশ গার্মেন্টস, বিচ হ্যাচারি, ইন্দোবাংলা ফার্মা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শাফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়া বাকী সব কোম্পানি আজ শেয়ারের দর হারিয়েছে। এর মধ্য সবচেয়ে বেশি ৯ দশমিক ২১ শতাংশ দর হারিয়েছে অলিম্পিক এক্সেসরিজ। আর সবচেয়ে কম শূন্য দশমিক ১১ শতাংশ দর হারিয়েছে বীচ হ্যাচারির শেয়ার।

এক নজরে ২৭ কোম্পানির শেয়ারের মূল্য পরিবর্তনঃ

ক্রম কোম্পানির নাম মঙ্গলবার শেয়ারের

ক্লোজিং মূল্য

বুধবার শেয়ারের ক্লোজিং মূল্য মূল্য পরিবর্তন

(%)

০১ এডভেন্ট ফার্মা ২২.৮০ ২২.১০ (৩.০৭)
০২ এটলাস বাংলাদেশ ৬৭.০০ ৬৪.৮০ (৩.৭৩)
০৩ আনলিমা ইয়াইর্ন ৩০.৭০ ২৯.৯০ (২.৬১)
০৪ অ্যাসোসিয়েটেড অক্সিজেন। ২০.০০ ১৮.৭০ (৬.৫০)
০৫ বিডি থাই ১৩.৮০ ১৩.৩০ (৩.৬২)
০৬ বে লিজিং ১০.৮০ ১০.২০ (৫.৫৬)
০৭ বীচ হ্যাচারি ৮৯.৬০ ৮৯.৫০ (০.১১)
০৮ সেন্ট্রাল ফার্মা ১৪.৪০ ১৩.৫০ (৬.২৫)
০৯ দেশ গার্মেন্টস ৯৩.৮০ ৮৭.১০ (৭.১৪)
১০ এনার্জিপ্যাক ১৯.১০ ১৮.৬০ (২.৬২)
১১ ফার কেমিক্যাল ১৯.৫০ ১৮.৩০ (৬.১৫)
১২ ফরচুন সুজ ২৫.৯০ ২৩.৯০ (৭.৭২)
১৩ জিএসপি ফাইন্যান্স ১০.৭০ ১০.২০ (৪.৬৭)
১৪ ইন্দোবাংলা ফার্মা ১২.৫০ ১১.৭০ (৬.৪০)
১৫ খুলনা পাওয়ার ১৫.২০ ১৩.৮০ (৯.২১)
১৬ লিবরা ইনফিউশন ৯২৩.৪০ ৮৬৮.৯০ (৫.৯০)
১৭ লুব-রেফ বিডি ১৭.৯০ ১৭.০০ (৫.০৩)
১৮ মিরাকল ইন্ডাস্ট্রিজ ২৯.৯০ ২৮.৬০ (৪.৩৫)
১৯ ন্যাশনাল ব্যাংক ৬.৭০ ৬.৫০ (২.৯৯)
২০ ন্যাশনাল টিউবস ৭৪.৫০ ৭৩.৭০ (১.০৭)
২১ অলিম্পিক এক্সেসরিজ ১১.৬০ ১০.৫০ (৯.৪৮)
২২ ফিনিক্স ফাইন্যান্স ৮.০০ ৭.৫০ (৬.২৫)
২৩ প্যাসিফিক ডেনিমস ১০.৫০ ১০.২০ (২.৮৬)
২৪ এসকে ট্রিমস ১৭.৭০ ১৬.৮০ (৫.০৮)
২৫ শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১৪.৪০ ১৪.৮০ ২.৭৮
২৬ ভিএফএস থ্রেডস ১২.৮০ ১২.৪০ (৩.১৩)
২৭ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৯.১০ ৮.৬০ (৫.৪৯)

 

বাজার সংশ্লিষ্টদের মতে, আলোচিত ২৭ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের প্রভাব বৃহস্পতিবারের বাজারে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক নির্দেশনা জারির আগেই বাজারে তার তীব্র প্রভাব পড়ে। মূল্য সংবেদনশীল এমন তথ্য এভাবে ফাঁস হয়ে যাওয়ার বিষয়টিকে তারা খুবই উদ্বেগজনক মনে করছেন। এটি বড় ধরনের অপরাধ। তাই এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.