শান্ত-সাকিবের ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ

চেন্নাই টেস্ট জিততে শেষ দুই দিনে বাংলাদেশের দরকার আরও ৩৫৭ রান। এমন সমীকরণ সামনে রেখে চার ইকেতে ১৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছে দলটি। চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। দিনের প্রথম ৪৫ মিনিট উইকেট হারায়নি দলটি।

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত বেশ আস্থার সঙ্গে ব্যাট চালাচ্ছেন। এদিকে জসপ্রীত বুমরাহর একটি বল আঙুলে লাগে সাকিবের। যার কারণে মাঠে প্রবেশ করেন ফিজিও।

যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন সাকিব। ব্যক্তিগত ১৭ রানে অল্পের জন্য বেঁচে যান সাকিব। রবীন্দ্র জাদেজার বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তিনি। বল তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে চলে যায় পেছনে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি ঋষভ পান্ত। ফলে স্টাম্পডও হননি সাকিব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.