এমিরেটস প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনায় ব্যবহার করবে তাদের বহুল আলোচিত নবসজ্জিত বোয়িং ৭৭৭। অক্টোবর থেকে শুরু করে পরবর্তী বছরের প্রথম ভাগ পর্যন্ত দেশটির ৬টি নগরীতে ক্রমান্বয়ে এই ফ্লাইটগুলো চালু হবে।
নবসজ্জিত এই বোয়িংগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো সকল কেবিনে যাত্রীদের জন্য বাড়তি আরামপ্রদতা, অধিকতর উন্নত বিজনেস শ্রেণী আসন এবং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি শ্রেণী।
প্রিমিয়াম ইকোনমি শ্রেণীসহ চার শ্রেণী বিশিষ্ট এই বোয়িংগুলোর প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৩৮ অথবা ৪০টি আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেনীতে ২৪টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৬টি আসন।
যুক্তরাষ্ট্রের যেসকল নগরীতে এই নতুন বোয়িংগুলো চলাচল করবে তার মধ্যে রয়েছে শিকাগো, বোস্টন, ডালাস ফোর্টওয়ার্থ, সিয়াটল। এসকল গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে, তবে আরও দুটি গন্তব্য মিয়ামি এবং নিউআর্কে চলাচল করবে লিংকড ফ্লাইট।
এসকল রুটে প্রিমিয়াম ইকোনমি ক্লাসসহ নবসজ্জিত বোয়িংগুলো চলাচল শুরু করলে ২০২৪ সালের শেষ নাগাদ দুবাইসহ বিশ্বের ২৭টি নগরীতে ভ্রমণের জন্য যাত্রীরা এই বিশেষ শ্রেণীর সেবা পাবেন।
নবসজ্জিত বোয়িংগুলতে প্রিমিয়াম ইকোনমি শ্রেণী প্রবর্তন করা ছাড়াও এর সকল কেবিনগুলোতে ইন্টেরিয়রের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, স্থান পেয়েছে নতুন চিত্তাকর্ষক ডিজাইন এবং বৈচিত্র্যপূর্ণ রঙের ব্যবহার। কার্পেটিং, ওয়াল প্যানেল, উড ফিনিশিংসহ অন্যান্য নান্দনিক বিষয়ও অন্তর্ভূক্ত করা হয়েছে কেবিনগুলোতে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.