আ. লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়নে কমিটি গঠন

সদ্য বিদায়ী সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবেন, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়।

এই কমিটি ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালের পর্যালোচনা করবে। কমিটির নেতৃত্বে থাকবেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খান।

এতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের তিন জন সদস্য থাকবেন যারা অন্তত অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার বিভাগের একজন সদস্য থাকবেন যিনি অন্তত যুগ্ম সচিব। কমিটি অনধিক তিন মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুমানিক আড়াই হাজারের মতো আবেদন এসেছে। আবেদনকারীরা মনে করেন, তারা আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত ছিলেন। কমিটি এই আবেদনগুলো পর্যালোচনা করবে এবং আবেদনকারীরা কী ধরনের প্রতিকার পেতে পারেন সে বিষয়ে সুপারিশ করবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.