নুরের দল ট্রাক প্রতিক পাওয়ায় নীলফামারীতে আনন্দ মিছিল

তারুণ্যের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ ট্রাক প্রতিকে নিবন্ধন পাওয়ায় নীলফামারীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

জেলা শহরের শহিদ মিনার থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক মুন্না হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি একে এম উদার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বক্তারা উল্লেখ করেন, তারুণ্য নির্ভর গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। সাধারণ মানুষের আশা ভরসায় পরিণত হয়েছে দলটি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.