রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে পদ্মা নদীর চরখানপুর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়ার এলাকায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ শ্রমিক নিখোঁজ হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলীকে (৩৮) পাওয়া যায়। পরে রাত ২টার দিকে এন্তাজুলের ছেলে সবুজ (২১) কালামের ছেলে ফারুকের (১৮) লাশ পাওয়া যায়।
নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের উদ্ধারে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি। রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর লাশ ভেসে উঠে। পরে ফারুক ও সবুজের মরদেহ পানিতে ভেসে উঠে। আমরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে রেখেছি। আজ দুপুরের মধ্যে চর মাজারদিয়াড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
অর্থসূচক/ এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.